
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কবর থেকে তোলা হল ঢোলাহাটের মৃত যুবক আবু সিদ্দিক হালদারের দেহ। শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নির্দেশ দেয়। সেইমতো শনিবার সকালে ঢোলাহাট থানার পুলিশ গিয়ে ওই যুবকের গ্রাম হাট বকুলতলায় পৌঁছে দেহ তোলার কাজ শুরু করে। উপস্থিত ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মৃত যুবকের পরিজনরা। আদালতের নির্দেশে শনিবারই আবুর দেহের ময়নাতদন্ত করা হবে এবং আগামী ২২ জুলাইয়ের মধ্যে আদালতের কাছে সেই রিপোর্ট পেশ করতে হবে।
গত ৩০ জুন ঢোলাহাটে মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে কিছু সোনার গয়না চুরি হয়। পুলিশে অভিযোগ দায়ের হলে পরের দিন পুলিশ মহসিন ও তাঁর ভাইপো আবুকে থানায় নিয়ে যায়। অভিযোগ, পুলিশ মহসিনকে দিয়ে জোর করে আবুর বিরুদ্ধে লিখিতভাবে চুরির অভিযোগ করায় এবং আবুকে মারধর করে। গত ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতের নির্দেশে আবু জামিন পেলেও বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পার্ক সার্কাস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওইদিন রাতেই মারা যান আবু। পরিবারের অভিযোগ, পুলিশের মারে জখম হয়েই আবুর মৃত্যু ঘটেছে। কলকাতা হাইকোর্টে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। শুক্রবার আদালত নির্দেশ দেয় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত যুবকের ফের ময়নাতদন্ত করতে হবে এবং তার ভিডিওগ্রাফি করতে হবে। একইসঙ্গে আদালত নির্দেশ দেয় যে বেসরকারি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে সেই হাসপাতালের ভূমিকা খতিয়ে দেখতে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও